মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্যে মালয়েশিয়ার উর্ধতন কর্তৃপক্ষ শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছেন বলে উল্লেখ করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।
গতকাল বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন জানান মালয়েশিয়ার শান্তি নিরাপত্তা ও সারভৌমত্ব রক্ষাথে খুব শীঘ্রই বৈঠকের দিন ধার্য করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিদেশী শ্রমিকদের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের জনশক্তিকে কাজে লাগানোই হবে নতুন সরকারের প্রথম কাজ।
তবে যে সকল খাতে বিদেশী শ্রমিক প্রয়োজন সেই সকল খাতের চাহিদা ও পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। বিস্তারিত দেখুন সময় নিউজ রিপোর্টে-